কানাডার প্রধানমন্ত্রী হিসাবে জাস্টিন ট্রুডোর সময় শেষ। বিদায়বেলায় প্রধানমন্ত্রিত্বের কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়ে ট্রুডো। মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কানাডার উপর বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারি আসছে। কানাডা এবং মেক্সিকোর উপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। পরে তা স্থগিত রাখা হয়। ট্রুডো সে সব কথা বলতে গিয়ে জানান, সব সময় তিনি কানাডার স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন। কানাডাকেই অগ্রাধিকার দিয়েছেন নিজের সব সিদ্ধান্তে। ট্রুডোর জনপ্রিয়তা হ্রাস এবং দলের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে জানুয়ারিতে তিনি পদত্যাগের ঘোষণা করেন। তবে উত্তরসূরি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।