New Update
ট্যাংরায় একই পরিবারের তিনজনের রসহ্যমৃত্যু, সকলেরই হাতের শিরা কাটা, খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ। পথ দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে ট্যাংরায় এক বাড়ি থেকে উদ্ধার তিন মহিলার মৃতদেহ। পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, পরিবারিক কারণেই এমন ঘটনা যার সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক বিষয়। তিন মহিলার দেহ তিনটি আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এক নাবালিকাও রয়েছে। নাবালিকার শরীরে সেভাবে আঘাতের চিহ্ন মেলেনি। বাকি দুজনের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে খুন নাকি আত্মহত্যা।