মঙ্গলবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল গোটা কলকাতা। শুধু কলকাতা শহরেই নয়, ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। কলকাতা, হাওড়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার ভোরে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। কলকাতার পাশাপাশি ওড়িশার বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেরও কিছু অংশে এই ভূমিকম্প টের পাওয়া গেছে।