কলকাতায় বিধ্বংসী আগুন। বহুতলের পাশে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলে পুড়ে খাক একের পর এক ঝুপড়ি ঘর। খবর পেয়ে এলাকায় যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকলকর্মীরা। দমকলকর্মীদের সঙ্গেই আগুন নেভানোর চেষ্টায় স্থানীয় বাসিন্দারাও। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে দমকলকর্মীদের। ঘটনাস্থলে পুলিশ গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে।ফের বিধ্বংসী আগুন শহর কলকাতায়। শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ হঠাৎই দাউ দাউ করে আগুন ধরে যায় তপসিয়ার ঝুপড়িতে। মুহূর্তের মধ্যে পাশাপাশি পরপর ঝুপড়ি ঘরে সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকায় দ্রুত একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে গল গল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। এরই মধ্যে একের পর এক ঝুপড়ি ঘর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই সব ঘরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে।
Topsia Fire: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়, দাউদাউ করে জ্বলে পুড়ে খাক তপসিয়ার ঝুপড়ি
Topsia Fire: কলকাতায় বিধ্বংসী আগুন। বহুতলের পাশে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলে পুড়ে খাক একের পর এক ঝুপড়ি ঘর। খবর পেয়ে এলাকায় যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
Topsia Fire: কলকাতায় বিধ্বংসী আগুন। বহুতলের পাশে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলে পুড়ে খাক একের পর এক ঝুপড়ি ঘর। খবর পেয়ে এলাকায় যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
New Update