New Update
সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন আর কোনও কিছুই চোখ এড়িয়ে যায় না। প্রতিনিয়ত চারপাশে এমন অনেক কিছুই ঘটে, যা আমাদের মুগ্ধ করে। পৌঁছে দেয় অন্য জগতে। যেমনটা করলেন সারদা দেবী। উত্তর কলকাতার অত্যন্ত প্রাচীন দুর্গেশ্বর শিব বা 'মোটা মহাদেব' মন্দিরে তাঁকে খুঁজে পেল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। গর্ভগৃহে বসে খালি গলায় শোনালেন শিবের ভজন। কলকাতা নিবাসী বছর ষাটের মহিলা ডোবালেন ভাবসাগরে। তাঁর গলার সুর মুগ্ধ করেছে অনেককেই। মহা শিবরাত্রি উপলক্ষে রইল এই বিশেষ নিবেদন।
Advertisment