New Update
Advertisment
ফ্যাশন ফোটোগ্রাফার হিসেবে পথ চলা শুরু করেছিলেন। তবে এখন তিনি পরিচিত কলকাতার প্রথম অ্যান্ড্রোজেনাস মডেল হিসেবে। অমিত বিট্টু দের এই যাত্রাপথ আদৌ ফুল বিছোনো ছিল না। লিঙ্গ(জেন্ডার) বিষয়টি শারীরিক না মানসিক? চোখের কাজল কিংবা বলিষ্ঠ চেহারা, নারী ও পুরুষের পৃথক ধরন বলে চিহ্নিত। শাসনের তর্জনী পুরুষের, আঙুলের মুদ্রায় নৃত্যের অভিব্যক্তি নারীর। এমনটাই স্বীকৃত। অথচ এত পৃথগতাও ছিল না আমাদের ঐতিহ্যে। নারী-পুরুষ এক দেহে লীন হতে পারে, এমন ভাবনা থেকেই সৃষ্টি হয়েছে অর্ধনারীশ্বর। সেই ঐতিহ্যের পুনর্নির্মাণের পথেই হাঁটছেন অমিত বিট্টু দে।