Advertisment

পয়লা বৈশাখের মেজাজ জিইয়ে থাকুক সারাবছর, বেঁচে থাক বাঙালির আবেগ

নিউ ইয়ার সেলিব্রেশন একটা হুজুগ হলেও পয়লা বৈশাখ বাঙালির আবেগ, যে আবেগের শিকড় পোঁতা অনেক গভীরে।

author-image
IE Bangla Web Desk
New Update

Advertisment

হালখাতার হালহকিকত থেকে শুক্তো-পাবদায় হেঁশেলের পঞ্চব্যঞ্জন, নতুন জামার গন্ধ আর সোনার দোকানের উপচে পড়া ভিড়... সময়ের আমূল পরিবর্তনেও এতটুকু বদলায়নি পয়লা বৈশাখের এই ছবিটা, সাক্ষী জেন এক্স থেকে ওয়াই। তাই হয়ত শুধু বাঙালিয়ানাকে ভালবেসেই চরম ইঁদুর দৌড়ের যুগেও ঘণ্টার পর ঘণ্টা লক্ষী গণেশ নিয়ে মন্দিরের লম্বা লাইনে দাঁড়াতে পারে বাঙালি। নিউ ইয়ার সেলিব্রেশন একটা হুজুগ হলেও পয়লা বৈশাখ বাঙালির আবেগ, যে আবেগের শিকড় পোঁতা অনেক গভীরে। তাই শুধু একটা দিন নয়, পয়লার মেজাজ জিইয়ে থাকুক সারা বছর, কেএফসি সিসিডির ভিড়েও বেঁচে থাকুক ষোলো আনা বাঙালিয়ানা...

bengali culture poila baisakh Bengali New Year
Advertisment