Advertisment

EXCLUSIVE : এলেম ছৌ-এর দেশে! কীভাবে তৈরি হয় ছৌ মুখোশ, দেখুন ভিডিও

লোকশিল্পের অনেক আঙ্গিক। লোকনৃত্য তার অন্যতম। আর লোকনৃত্যের মধ্যে অন্যতম হল ছৌ।

author-image
IE Bangla Web Desk
New Update

src="https://www.youtube.com/embed/roeWZMDJU7k" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

Advertisment

বিশ্বের দরবারে যেসব পরিচয়ের জন্য বাংলা তথা ভারত সম্মানিত, আদৃত, তার অন্যতম হলো লোকশিল্প। লোকশিল্পের অনেক আঙ্গিক। লোকনৃত্য তার অন্যতম। আর লোকনৃত্যের মধ্যে অন্যতম হল ছৌ। ছৌ নাচ বললেই চোখের সামনে ভেসে ওঠে মুখোশের ছবি। যে মুখোশ বানাতে হয় আলাদা করে, তার জন্য লাগে বিশেষ দক্ষতা। যে কেউ ছৌয়ের মুখোশ বানাতে পারেন না। পৃথিবীবিখ্যাত এই ছৌয়ের মুখোশ বানানো হয় পুরুলিয়া জেলার এক গাঁয়ে। সে গাঁয়ের নাম চড়িদা।

bengali culture
Advertisment