New Update
আলিঙ্গনাবদ্ধ যুগলকে দেখে বেহায়া মনে হয়েছিল কিছু মানুষের। তাঁরা কিঞ্চিৎ শিক্ষা দিয়েছিলেন ওই দুজনকে। হয়ত ভেবেছিলেন মেট্রোকে বা শহরকে, বা গোটা পাবলিক প্লেসকে আলিঙ্গনমুক্ত বানানোর কাজে শরিক হচ্ছেন তাঁরা! কিন্তু এ শহর নীতিপুলিশদের তালে নাচল না। সম্পূর্ণ উলটো সুরে গেয়ে ঘোষণা করে দিল কলকাতা ব্যক্তিস্বাতন্ত্র্যকে সম্মান দিতে জানে, কয়েকজোড়া রক্তচক্ষু তিলোত্তমার রূপ ভস্ম করতে পারে না।
Advertisment