New Update
Advertisment
ব্যোমকেশ বক্সী, ফেলুদা, কিংবা শবর। লালবাজারের সামনে দিয়ে যাঁকেই যেতে হয়েছে, ট্রাম লাইন মাড়াতেই হয়েছে তাঁকে। এক সময় তাকে টানতো ঘোড়া। তারপর থেকে বিদ্যুৎ। শ্লথ গতির জন্যে তাকে তুলে দেওয়ার কথা ভাবা হয়েছে অনেকবার। ঐতিহ্যের কথা মাথায় রেখে আর পরিবেশবান্ধব হওয়ার জন্যে ট্রামের পক্ষে সরব হয়েছেন কলকাতার মানুষ। নানা টানা পোড়নের মধ্যে দিয়ে আজও রয়ে গেছে ট্রাম। বার্ধক্যের সাথী হয়ে, প্রেমের আবডাল হয়ে ট্রাম আজও চলছে আপন কৌলীন্য বজায় রেখে।