সাতকাহন কলকাতার ট্রাম: ঐতিহ্য থেকে বর্তমান ব্যোমকেশ বক্সী, ফেলুদা, কিংবা শবর। লালবাজারের সামনে দিয়ে যাঁকেই যেতে হয়েছে, ট্রাম লাইন মাড়াতেই হয়েছে তাঁকে। এক সময় তাকে টানতো ঘোড়া। তারপর থেকে বিদ্যুৎ। শ্লথ গতির জন্যে তাকে তুলে দেওয়ার কথা ভাবা হয়েছে অনেকবার। Updated: April 15, 2018 10:23 IST