Save Water Day, West Bengal:জল বাঁচাও', সাম্প্রতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে জল অপচয়ে দেশের মধ্যে দ্বিতীয় কলকাতাকে এই বার্তা দিতেই পথে নামলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতাবাসীর মধ্যে এই সচেতনতা গড়ে তুলতে এ বিষয়ে মমতার লেখা গানও পরিবেশন করেন শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এদিন দুপুর ৩টে নাগাদ জোড়াসাঁকো থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী। এমন উদ্যোগ বাংলায় এই প্রথম। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা। এছাড়া, মুখ্যমন্ত্রীর সঙ্গেই পা মিলিয়েছেন মুখ্যসচিব, স্বরাস্ট্রসচিব এবং কলকাতা পুরসভার মেয়রও। ১২ জুলাই দিনটি বাংলায় ‘জল বাঁচাও’ দিবস হিসেবে উদযাপিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দক্ষিণ ভারতে দেখা দিয়েছে তীব্র জল সংকট। সোশাল মিডিয়া তা নিয়ে উত্তাল হয়েছে। জল অপচয় বন্ধ করতে সোচ্চার হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
জল বাঁচানোর আবেদন নিয়ে রাজপথে মমতা
Save Water Day: ১২ জুলাই দিনটি বাংলায় ‘জল বাঁচাও’ দিবস হিসেবে উদযাপিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Save Water Day: ১২ জুলাই দিনটি বাংলায় ‘জল বাঁচাও’ দিবস হিসেবে উদযাপিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
New Update