New Update
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্তার বহু পরিচয় পেয়েছেন রাজ্যবাসী। সম্প্রতি শব্দের পিছনে শব্দ জুড়ে কবিতা হিসেবে আত্মপ্রকাশ করেছে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ। নিশানায় ছিল কেন্দ্র। প্রতিবাদের অস্ত্র হিসাবে হাতে তুলে নিয়েছিলেন কলম। এবার গানের মেজাজে। এই মুহূর্তে তিনি রয়েছেন জার্মানিতে। তাঁর জার্মানি সফরের এক ভিডিও ইতিমধ্যে হঠাৎই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আমজনতার মাঝেই ফুটপাথে দাঁড়িয়ে থাকা এক ‘মিকি মাউস’ সাজা বহুরুপীর হাতের অ্যাকর্ডিয়ানটি বাজাচ্ছেন মমতা। একেবারে পেশাদার শিল্পীর মত বাজাচ্ছেন ‘আমরা করব জয়’। প্রসঙ্গত, ১২ দিনের সফরে জার্মানি ও ইতালি গিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বিনিয়োগ বাড়াতে আরও একবার দেশের বাইরে সফরে গেছেন মুখ্যমন্ত্রী।
Advertisment