Share নিকেতন জার্মানির রাস্তায় অ্যাকর্ডিয়ান বাজালেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তিনি রয়েছেন জার্মানিতে। তাঁর সফরের এক ভিডিও হঠাৎই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফুটপাথে দাঁড়িয়ে থাকা এক বহুরুপীর হাতের অ্যাকর্ডিয়ান বাজাচ্ছেন মমতা। September 19, 2018 09:45 IST