Advertisment

প্যারিসের রাস্তায় অভিনব মে দিবস পালন, দেখুন ভিডিও

এ বছর প্যারিসে প্রাচীন রীতি মেনে মে দিবস পালন করতে হাজির হয়েছিলেন অনেকে, আবার শ্রমিক ঐক্য-মেহনতী মানুষের সংহতির দাবিতেও একত্রিত হয়েছিলেন বহু মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update

Advertisment

গোপা সামন্ত

পয়লা মে, প্যারিস। এখানে মে দিন মানে শুধু শ্রমিক দিবস নয়। এখানে মে ডে-র অর্থ সমস্ত ধরনের অসাম্যের বিরুদ্ধাচারণ।
সময় যত এগিয়েছে, মানুষ অসাম্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বেছে নিয়েছেন মে দিবসকেই। শুধু ফ্রান্সেই নয়, সারা পৃথিবীতে। মে দিবস পালনের নিজস্ব প্রাচীন ঐতিহ্য আছে ফ্রান্সের। সে চলে আসছে ষোড়শ শতাব্দী থেকে। এ বছর প্যারিসে প্রাচীন রীতি মেনে মে দিবস পালন করতে হাজির হয়েছিলেন অনেকে, আবার শ্রমিক ঐক্য-মেহনতী মানুষের সংহতির দাবিতেও একত্রিত হয়েছিলেন বহু মানুষ।

Advertisment