১৭ ফুটের সাপ অজগর ঢুকে পড়ল লোকালয়ে, দেখুন তারপর কী হল
গৃহস্থের বাড়ির ছাগল খেতে এসে ধরা পড়ল মস্ত একটি অজগর। তবে ছাগলটিকে মেরে ফেললেও আর শেষ পর্যন্ত সাবার করতে পারেনি অজগরটি। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের হীরাবাড়ি গ্রামে।
গৃহস্থের বাড়ির ছাগল খেতে এসে ধরা পড়ল মস্ত একটি অজগর। তবে ছাগলটিকে মেরে ফেললেও আর শেষ পর্যন্ত সাবার করতে পারেনি অজগরটি। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের হীরাবাড়ি গ্রামে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই হীরাবাড়ি গ্রামের এক বাসিন্দার একটি ছাগল, তার বাড়ির পাশে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বাঁধা ছিল। হঠাৎই ছাগটির অনবরত চিৎকার শুনতে পায় স্থানীয়রা। সেই সময় পাশের জমিতে কাজ করছিলেন বেশ কয়েকজন কৃষক। বিষয়টি কৃষকদের নজরে পড়ে। এরপরই তারা ছুটে আসে ঘটনাস্থলে। ততক্ষণে মুখের ভেতরে বেশ খানিকটা ঢুকিয়ে নিয়েছে ছাগলটিকে। খবর দেওয়া হয় বন বিভাগে। বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত স্বদলবলে ঘটনাস্থলে আসেন এবং অজগরটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়। সাপটির দৈর্ঘ্য ১৭ ফুট, ওজন আনুমানিক ৩০ কেজির ওপর। বন দফতরের অনেক জানানো হয়, বেশ কিছু সময়ে খাবারের এরা সন্ধানে লোকালয়ে চলে এসে গৃহস্থের বাড়ির ছাগল, গরু, অনেক সময় মানব শিশুদেরও আক্রমন করে। তিনি আবেদন করেন, এই বন্য প্রানীদের কেউ যেন কোন ক্ষতি না করে। সমস্যা হলে তাদের খবর দিলে তারাই চেষ্টা করবে সেই সমস্যা সমাধানের।