পয়লা বৈশাখে কলকাতায় মঙ্গল শোভাযাত্রা

বাংলাদেশে নববর্ষের দিন মঙ্গল শোভাযাত্রার হয়ে আসছে দীর্ঘদিন ধরেই। শহর কলকাতায় এর ইতিহাস খুব পুরনো নয়। সম্প্রতি দেশ জোড়া বিভেদের সংস্কৃতির বিরুদ্ধে সচেতন নাগরিকরা এ ধরনের শোভাযাত্রা আয়োজনে উদ্যোগী হয়েছেন।

বাংলাদেশে নববর্ষের দিন মঙ্গল শোভাযাত্রার হয়ে আসছে দীর্ঘদিন ধরেই। শহর কলকাতায় এর ইতিহাস খুব পুরনো নয়। সম্প্রতি দেশ জোড়া বিভেদের সংস্কৃতির বিরুদ্ধে সচেতন নাগরিকরা এ ধরনের শোভাযাত্রা আয়োজনে উদ্যোগী হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update

১৪২৫কে স্বাগত জানাতে কলকাতার রাজপথে মঙ্গল শোভাযাত্রা।

বৈশাখের প্রথম প্রভাতে বাঙালি সংস্কৃতির প্রদর্শন শহরের রাস্তায়

দূরে সরে যাবে বিভাজন, বিকশিত হবে সংহতির সংস্কৃতি, এ আশ্বাসবাণী বুকে বেঁধে পথ চলা

Advertisment

ছিল ট্যাবলো, ছিল গান, ছিল নাচ, ছিল বুকভরা ভালোবাসা

বাঙালির উৎসব, বাংলার উৎসব, মিলনের সুর, পরিচিত বাদ্যি

bengali culture poila baisakh kolkata mongol shovayatra