New Update
১৪২৫কে স্বাগত জানাতে কলকাতার রাজপথে মঙ্গল শোভাযাত্রা।
Advertisment
বৈশাখের প্রথম প্রভাতে বাঙালি সংস্কৃতির প্রদর্শন শহরের রাস্তায়
Advertisment
দূরে সরে যাবে বিভাজন, বিকশিত হবে সংহতির সংস্কৃতি, এ আশ্বাসবাণী বুকে বেঁধে পথ চলা
ছিল ট্যাবলো, ছিল গান, ছিল নাচ, ছিল বুকভরা ভালোবাসা
বাঙালির উৎসব, বাংলার উৎসব, মিলনের সুর, পরিচিত বাদ্যি