New Update
রবীন্দ্রনাথ বাঙালির আবেগ, বাঙালির ভালবাসা, সে কথা বলার অপেক্ষা রাখে না। ১৫৭ তম জন্মবার্ষিকীতেও তাই তিনি একইভাবে বিশ্ববন্দিত।
Advertisment
কখনও তাঁর লেখা মন খারাপের ওষুধ আবার কখনও তাঁর সেই সৃষ্টিই আনন্দের সুর। আজ তাঁর জন্মদিনের সকালটা শুরু হল তাঁর কথায়, তাঁর রচিত সুরেই। সকাল থেকেই প্রভাত ফেরি আর কবি প্রণামের মাধ্যমে দিকে দিকে উদযাপিত হচ্ছে বিশ্ব কবির জন্মদিন। রবীন্দ্র জয়ন্তীর সকালে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এমনই কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হল। আবালবৃদ্ধবনিতা সকলেই রবীন্দ্রজয়ন্তী পালনে ব্যস্ত ছিলেন আজ। বিশ্বকবির লেখা কবিতায়, গানের সুরে মুখরিত আজকের আকাশ। দেখুন তারই কিছু ঝলক।
Advertisment