New Update
মৃত্যুর মুখ থেকে ফিরে তখন হাসপাতালে। বাংলার কাঞ্চনজঙ্ঘা অভিযান দলের অন্যতম সদস্য রমেশ রায়। শৃঙ্গ ছুঁয়ে ফেরার পথ যে মসৃণ ছিল না, তা আলাদা করে বলে দিতে হয় না। বিপদ বিছনো পথে কোথাও হারালেন ঘনিষ্ঠ সহযাত্রীদের, কোথাও আবার প্রাণ হাতে নিয়ে প্রহর গুনলেন। কিন্তু সে সবের পরেও স্বপ্ন থেকে যায়, থেকে যায় প্যাশন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সে সব কথাই বললেন রমেশ রায়...
ভিডিও সৌজন্য- চন্দন বিশ্বাস