সাতকাহন মৃত্যুর মুখোমুখি হয়েও পাহাড়ের প্রতি ওঁদের কীসের এত টান? বিপদ বিছনো পথে কোথাও হারালেন ঘনিষ্ঠ সহযাত্রীদের, কোথাও আবার প্রাণ হাতে নিয়ে প্রহর গুনলেন। কিন্তু সে সবের পরেও স্বপ্ন থেকে যায়, থেকে যায় প্যাশন। Updated: May 19, 2019 21:52 IST