New Update
Advertisment
এখন বাজারে মাংস সন্ত্রাস। রেস্তোরাঁ কিংবা ফাস্ট ফুডের দোকান বেশ কিছুটা ফাঁকা। কাঁচা মাংসের দোকানিও টের পাচ্ছেন ক্রেতার ভয়। তারও মধ্যে কেউ কেউ অবশ্য দাবি করছেন, নিয়মিত খদ্দের কমেনি। এদিকে বাড়িতে রাখা প্রক্রিয়াজাত মাংসের টুকরোও সন্দেহের বাইরে নয়। তবে নামি দোকান বা ব্র্যান্ডের উপর থেকে এখনও ভরসা পুরো উঠে যায়নি। তবে ইতিউতি সন্ধান মিলছে অকুতোভয় নাগরিকের, যাঁরা অভিজ্ঞতার সূত্রে বলছেন, এ ভয় কয়েকদিনের। কেটে যাবে। কারণ ভুলে যাওয়ার ইতিহাস আছে আমাদের।