New Update
Advertisment
সারা বিশ্বের অগণিত মানুষ শামিল হচ্ছেন রবীন্দ্রজন্মোৎসবপালনে। দিকে দিকে পালিত হচ্ছে বাংলাভাষাপ্রেমী মানুষের হৃদয়ে চিরকালীন আসন লাভ করা কবি-গীতিকার-সুরকার-নাট্যকার-ঔপন্যাসিক-চিত্রশিল্পী তথা দার্শনিক এই মানুষটির জন্মদিন। শান্তিনিকেতন তাঁর কর্মভূমি। সেখানেও যথাযোগ্য মর্যাদায় এ দিনটি পালিত হচ্ছে। সকালেই উপাসনামন্দিরের সামনে উপস্থিত হন আশ্রমিকরা।