শান্তিনিকেতনে কবি প্রণাম

যথাযোগ্য মর্যাদার সঙ্গে ১৫৭তম রবীন্দ্রজন্মোৎসব অনুষ্ঠান পালিত হল শান্তিনিকেতনে। এদিন সকাল হতে না হতেই উপাসনামন্দিরে জড়ো হয়েছিলেন আশ্রমিকরা। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয়। দেখে নিন ভিডিও।

যথাযোগ্য মর্যাদার সঙ্গে ১৫৭তম রবীন্দ্রজন্মোৎসব অনুষ্ঠান পালিত হল শান্তিনিকেতনে। এদিন সকাল হতে না হতেই উপাসনামন্দিরে জড়ো হয়েছিলেন আশ্রমিকরা। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয়। দেখে নিন ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update

Advertisment

সারা বিশ্বের অগণিত মানুষ শামিল হচ্ছেন রবীন্দ্রজন্মোৎসবপালনে। দিকে দিকে পালিত হচ্ছে বাংলাভাষাপ্রেমী মানুষের হৃদয়ে চিরকালীন আসন লাভ করা কবি-গীতিকার-সুরকার-নাট্যকার-ঔপন্যাসিক-চিত্রশিল্পী তথা দার্শনিক এই মানুষটির জন্মদিন। শান্তিনিকেতন তাঁর কর্মভূমি। সেখানেও যথাযোগ্য মর্যাদায় এ দিনটি পালিত হচ্ছে। সকালেই উপাসনামন্দিরের সামনে উপস্থিত হন আশ্রমিকরা।

Rabindranath Tagore