যৌনপল্লীর অন্ধকার গলি থেকে বেরিয়ে আলোর রাজপথে ওরা। পায়ে ফুটবল, দু’চোখে স্বপ্ন মেসি-রোনাল্ডো হওয়ার। দাঁতে-দাঁত চিপে সমাজের সঙ্গে লড়ছে ওরা। বুক চিতিয়ে ফুটবল খেলছে দেশের বাইরে গিয়েও। বিদেশ থেকে ডাক পাচ্ছে সোনু-ইয়াকুবরা। দুর্বারের ফুটবল অ্যাকাডেমিতে জন্মাচ্ছে রত্নরা। কী ভাবে থাকে ওরা! কেনই বা ওদের কোচ এখন ভয় পাচ্ছেন স্বপ্ন দেখতে! দেখুন এই ভিডিও প্রতিবেদনে।
Advertisment
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন