New Update
দুর্গা এবং কালীর পুজোর রেশ যখন স্তিমিত ঠিক সেই সময়েই জগতের ধারণকর্ত্রী রূপে বঙ্গদেশে উপাস্য হন দেবী জগদ্ধাত্রী। রাজ্যে যেসব অঞ্চলে এই জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে, তাদের মধ্যে অন্যতম চন্দননগর। তবে ভদ্রেশ্বরেও পূজিতা হন দেবী। প্রায় ২৭৭ বছর ধরে তেঁতুলতলায় জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। এই পুজো হুগলীর সবথেকে বিখ্যাত পুজো বলেই খ্যাত।
Advertisment
জাঁকজমক বা কোনো থিমে নয়, অত্যন্ত নিষ্ঠা সহকারে লক্ষীগঞ্জ বাজারের মধ্যে নিজস্ব মন্দিরে এই দেবীর আরাধনা হয়। এই পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্ত সমাগমও হয়।