সাতকাহন তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোর সিঁদুরখেলা জাঁকজমক বা কোনো থিমে নয়, অত্যন্ত নিষ্ঠা সহকারে লক্ষীগঞ্জ বাজারের মধ্যে নিজস্ব মন্দিরে এই দেবীর আরাধনা হয়। এই পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্ত সমাগমও হয়। Updated: November 17, 2019 11:12 IST