New Update
দিন কয়েক আগে দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা, অন্যদিকে গত রবিবার সন্ধ্যায় আসানসোল স্টেশনে হুড়োহুড়ি। তারপর রেলের কাছে চ্যালেঞ্জ ছিল, মহাকুম্ভের জন্য স্পেশাল বা অনান্য ট্রেন রওনা দেওয়ার পরবর্তী দিনগুলোতে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই মতো মঙ্গলবার আসানসোল থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছিল। রেলের সুন্দর পরিকল্পনায় দুপুর দেড়টা নাগাদ সুষ্ঠুভাবে স্পেশাল ট্রেন রেলযাত্রীদের নিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিল। লাইন করে ধীরে ধীরে যাত্রীদের ট্রেনে উঠতে সাহায্য করল রেলপুলিশ৷