New Update
মহা কুম্ভে পুণ্যস্নান করতে ভিড় জমান হাজার হাজার মানুষ। মকর সংক্রান্তির দিন সাধারণ থেকে সাধু-সন্ততি সকলে ভিড় জমান। এবার ১৪৪ বছর পর তৈরি হয়েছে বিশেষ যোগ। সে কারণে মধ্যরাত থেকে হরিদ্বারে পুণ্যার্থীদের ঢল নেমেছে। মকর সংক্রান্তির সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান।