Advertisment

Maha Kumbh 2025 Stampede: মহাকুম্ভে পদপিষ্টের পর পুণ্যার্থীদের যা বললেন যোগী

Maha Kumbh 2025 Stampede: মহাকুম্ভের শাহি স্নান’ উপলক্ষে উপচে পড়া ভিড়ে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। আজ, বুধবার ভোর রাতে স্নানের সময়ে প্রয়াগ সঙ্গমে অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update

মহাকুম্ভের শাহি স্নান’ উপলক্ষে উপচে পড়া ভিড়ে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। আজ, বুধবার ভোর রাতে স্নানের সময়ে প্রয়াগ সঙ্গমে অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে পড়ে। তার জেরেই প্রবল হুড়োহুড়ির মুখে পড়েন লক্ষ লক্ষ ভক্ত। পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটে বহু পুণ্যার্থীর। মর্মান্তিক এই ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুণ্যার্থীদের প্রতি সংযত থাকার আহ্বান জানান।

yogi adityanath Maha Kumbh 2025 Maha Kumbh Maha Kumbh Mela 2025
Advertisment