পাঁচ দিনের সফরে লন্ডনে মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে লন্ডনে সকাল ৭টা নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে ১২টায়), পৌঁছন। রবিবার তাঁর কোনও সরকারি কর্মসূচি ছিল না। গতকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে ব্যস্ততা। এরমধ্যে সোমবার সকালে হাওয়াই চটি আর সাদা শাড়ি পরেই বাকিংহাম প্যালেস ও হাইড পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছিলেন। হাঁটাহাঁটির পর নিজেই বললেন, “আজ মর্নিং ওয়াক নয়, ওয়ার্ম আপ।” কখনও হাওয়াই চপ্পল পরে হাঁটলেন, কখনও দৌড়ালেন কখনও আবার লন্ডনের হাইড পার্কের সঙ্গে তুলনা টানলেন কলকাতার ইকো পার্কের। পরনে ছিল তাঁর সিগনেচার স্টাইলের সাদা শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, শীত আটকাতে একটা জ্যাকেট।