New Update
মুখ্যমন্ত্রী মালদার রাজনীতি প্রসঙ্গে চরম অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বাবলা নিরলস কর্মী ছিল। এলাকার মানুষের কাছে জনপ্রিয় ছিল। কিন্তু মালদার রাজনীতিটা বুঝে উঠতে পারছি না। এখানে কিসের খেলা হচ্ছে, সেটাও আমাকে দেখতে হবে। কেন না এমএলএ , এমপি ভোট যখন আসছে তখন তৃণমূলের হার হচ্ছে। আর যেই পুরসভা অথবা কর্পোরেশন নির্বাচন হচ্ছে তখন সবাই জিতে যাচ্ছে। অনেক রকম খেলা চলছে। এরকম খেলা চললে তো মানুষের পক্ষে খারাপ হবে। কাউন্সিলররা জিতে যায়। অথচ এমএলএ এবং এমপি ভোটে দাঁড়ালে হেরে যায়। মালদার এই রাজনীতির রহস্যটাও আমাকে বুঝতে হবে।'