Advertisment

Mamata Banerjee: 'মালদার রাজনীতিটা বুঝে উঠতে পারছি না', কেন এমন বললেন মমতা?

Mamata Banerjee meets Malda TMC Leader's wife: মুখ্যমন্ত্রী মালদার রাজনীতি প্রসঙ্গে চরম অসন্তোষ প্রকাশ করেছেন

author-image
IE Bangla Web Desk
New Update

মুখ্যমন্ত্রী মালদার রাজনীতি প্রসঙ্গে চরম অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বাবলা নিরলস কর্মী ছিল। এলাকার মানুষের কাছে জনপ্রিয় ছিল। কিন্তু মালদার রাজনীতিটা বুঝে উঠতে পারছি না। এখানে কিসের খেলা হচ্ছে, সেটাও আমাকে দেখতে হবে। কেন না এমএলএ , এমপি ভোট যখন আসছে তখন তৃণমূলের হার হচ্ছে। আর যেই পুরসভা অথবা কর্পোরেশন নির্বাচন হচ্ছে তখন সবাই জিতে যাচ্ছে। অনেক রকম খেলা চলছে। এরকম খেলা চললে তো মানুষের পক্ষে খারাপ হবে। কাউন্সিলররা জিতে যায়। অথচ এমএলএ এবং এমপি ভোটে দাঁড়ালে হেরে যায়। মালদার এই রাজনীতির রহস্যটাও আমাকে বুঝতে হবে।'

Mamata Banerjee west bengal politics West Bengal Malda West Bengal News west bengal latest news
Advertisment