Mamata Banerjee: 'মহাকুম্ভ এখন মৃত্য়ুকুম্ভ!', বিধানসভায় কেন্দ্রকে চাঁচাছোলা আক্রমণ মমতার

Mamata Banerjee on Maha Kumbh: 'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে'-- বিধানসভায় বক্তব্য রাখার সময়ে সরাসরি এই অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update

'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে'-- বিধানসভায় বক্তব্য রাখার সময়ে সরাসরি এই অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বলছে নাকি ৩০ জন মারা গিয়েছে? কত? হাজার হাজার। পবিত্র জল এখন বিষাক্ত হয়ে গিয়েছে। মৃতদেহ নিয়ে যারা হাইপ তুলছেন আর কোটি কোটি টাকা কামাচ্ছেন তাঁদের আমি ঘৃণা করি।' রীতিমতো তুলোধোনা করে বলেন, 'এইসব সিরিয়াস বিষয় নিয়ে এত হাইপ তুলতে নেই। প্রপার প্ল্যানিং করতে হয়। মহাকুম্ভে এত লোক মারা গেল। কটা কমিশন করেছেন? এমনকি আমার রাজ্যে যে ডেডবডি এসেছে তাতে একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেননি।' 

Mamata Banerjee West Bengal Assembly Maha Kumbh 2025 Maha Kumbh Maha Kumbh Mela 2025