South Korea Wildfires: দক্ষিণ কোরিয়ায় দাবানলে জ্বলে পুড়ে ছাই সবকিছু! মৃত ২৬ জন

South Korea Wildfires: ভয়ানক আগুনে পুড়ছে দক্ষিণ কোরিয়া! দাবানলের গ্রাসে ছাই হয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। দেশটির দক্ষিণ অংশে ক্রমশ ছড়াচ্ছে লেলিহান শিখা। প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল ও সেনাবাহিনী।

South Korea Wildfires: ভয়ানক আগুনে পুড়ছে দক্ষিণ কোরিয়া! দাবানলের গ্রাসে ছাই হয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। দেশটির দক্ষিণ অংশে ক্রমশ ছড়াচ্ছে লেলিহান শিখা। প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল ও সেনাবাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update

ভয়ানক আগুনে পুড়ছে দক্ষিণ কোরিয়া! দাবানলের গ্রাসে ছাই হয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। দেশটির দক্ষিণ অংশে ক্রমশ ছড়াচ্ছে লেলিহান শিখা। প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল ও সেনাবাহিনী। ইতিমধ্যেই বিধ্বংসী দাবানলের কারণে মৃতের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে ২৬ জন মারা গিয়েছে। ঘরছাড়া হাজার হাজার মানুষ। পুড়ে খাক ঐতিহাসিক মন্দির। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ দাবানল বলে উল্লেখ করেছে সরকার। জারি করা হয়েছে জরুরী অবস্থা। কোরিয়ার বন দপ্তরের প্রধান লিম সাং-সিওপ বলেন, বৃহস্পতিবার এলাকায় অল্প পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সামান্য পরিমাণ বৃষ্টিতে কোনও লাভ হবে না। সরকার আগুন নেভানোর জন্য হাজার হাজার মানুষ, কয়েক ডজন হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জাম মোতায়েন করেছে। কিন্তু প্রবল হাওয়া চলায় বারবার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।

south korea Wild Fire