Advertisment

US Plane Crash Viral Video: মাঝআকাশে সেনা কপ্টার আর বিমানের ভয়াবহ সংঘর্ষ! শিউরে ওঠার মতো ভিডিও

US Plane Crash Viral Video: ওয়াশিংটনে যাত্রীবাহী বিমানটি অবতরণ করছিল। আর ঠিক সেই সময়েই আমেরিকার সেনার কপ্টার বিমানের সামনে চলে আসে। কপ্টার এবং বিমান দু’টিই তখন পোটোম্যাক নদীর উপরে। ধাক্কা লাগতেই যাত্রিবাহী বিমানটি নদীতে আছড়ে পড়ে আগুন ধরে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update

বুধবার রাতে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়, তারই জেরে কাছের পোটোম্যাক নদীতে গিয়ে পড়ে যাত্রীবাহী বিমানটি। মারাত্মক এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকজনের জখম হওয়ার পাশাপাশি মৃত্যুরও আশঙ্কা বাড়ছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার ঠিক আগে ঘটে যাওয়া এই সংঘর্ষের ফলে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

plane crash USA Viral Video
Advertisment