হাসিনার নেতৃত্বে দেশের মানুষের বিরুদ্ধে হওয়া সমস্ত নৃশংসতার দলিল ‘যথাযথ সংরক্ষণে’ গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে রাষ্ট্রসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং রাষ্ট্রসংঘ আবাসিক সমন্বয়কারীর দপ্তরের বরিষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ইউনূস তখনই এই কথা জানান তিনি।