আতিফ আসলামের গাওয়া গান নিজে গেয়ে মাত করল এই পাকিস্তানি শিশু

পাকিস্তানি খুদে, নাম আর্শমান নঈম। বয়স খুব বেশি হলেও বারো কি তেরো। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খুদে। তার গানের জন্য। তাও আবার যে সে গান নয়। দেখুন ভিডিওটি।

পাকিস্তানি খুদে, নাম আর্শমান নঈম। বয়স খুব বেশি হলেও বারো কি তেরো। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খুদে। তার গানের জন্য। তাও আবার যে সে গান নয়। দেখুন ভিডিওটি।

author-image
IE Bangla Web Desk
New Update

অনেক তো আতিফ আসলামের গান শুনেছেন, এবার শুনুন খুদে কণ্ঠে সেই গান। চলতি বছর টাইগার জিন্দা হ্যায়-র 'দিল দিয়া গাল্লা' গানটি রীতিমতো জনপ্রিয় হয়েছিল। আতিফ আসলামের কণ্ঠে এই গান এখনও রেডিও-তে বাজছে। এবার এই গানই শোনা গেল পাকিস্তানের এক খুদের গলায়। আর্শমান নঈমের গাওয়া গান ফেসবুকে ভাইরাল হয়েছে। এখনও না শুনে থাকলে এই সুযোগে শুনে ফেলুন এ গান।

Advertisment
viral