গানের অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকে যিনি গান করছেন তার প্রতি। কিন্তু সেই গানকে দৃঢ় করতে নেপথ্যে থাকা মিউজিকও কিন্তু সমানভাবেই পারদর্শী । সেই মিউজিকের তাল ছন্দকে অন্যভাবে দেখছে কলকাতার ‘বিট ব্লাস্টার’ দলটি। এদের মূল লক্ষ্য বিভিন্ন উপজাতিদের বাদ্যযন্ত্র সংগ্রহ করা। উল্লেখ্য, এই দলের সদস্যরা সকলেই কিন্তু ড্রামার। দলের প্রধান হিমাদ্রি শেখর দাস। তিনি জানান, “Michael […]