Advertisment

উজবেকিস্তানি শিল্পীর কণ্ঠে রবীন্দ্রগান, শ্রোতা বাঙালি

হাভাস গুরুহি-র কণ্ঠে 'একলা চলো রে' এখন নেটদুনিয়ায় ভাইরাল। পাঁচ ভাই-বোনের দল এই শিল্পীদের এবং তারা কেবল ভারতীয় সঙ্গীতের চর্চা করেন।

author-image
IE Bangla Web Desk
New Update

তিনি বিশ্বকবি, একথা যে আজও সমানভাবে সত্যি তার উদাহরণ মিলল ফের একবার। উজবেকিস্তানে অনুষ্ঠিত বাংলা নববর্ষের অনুষ্ঠান মাত করে দিয়েছেন এই বিদেশি শিল্পী। বাংলা ভাষাকে আপন করে তিনি মাতেছেন রবীন্দ্রগানে। আর অনুষ্ঠানে শ্রোতা বাঙালি। হাভাস গুরুহি-র কণ্ঠে 'একলা চলো রে' এখন নেটদুনিয়ায় ভাইরাল। পাঁচ ভাই-বোনের দল এই শিল্পীদের এবং তারা কেবল ভারতীয় সঙ্গীতের চর্চা করেন। গান যে কোন ভাষা মানে না, তার প্রমাণ এই ভিডিও। এতদিন পরে ভাইরাল হলেও বাঙালি শ্রোতা এই গান শুনে মুগ্ধ, ভাষা হারিয়েছেন।

Advertisment

Music
Advertisment