সা রে গা মা পা-র মঞ্চ থেকে পেশাদার গায়িকা, এবার নতুন অধ্যায় শুরু করেছেন মেখলা দাশগুপ্ত। নিজেই নিজের গান বাঁধছেন। নিজের সুরে তাঁর প্রথম গান প্রশংসিতও হয়েছে সর্বত্র। কিন্তু শুধু গায়িকা নয়, মেখলার স্বপ্ন ছিল আরও অনেকটা বড়। সেই স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছেন তিনি। গায়িকা থেকে হয়েছেন সুরকার। পুজোর আগে আগমনী গানে মাতলেন গায়িকা, আড্ডা দিলেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-র সঙ্গে।
ইন্ডিয়ান এক্সপ্রেসবাংলাকে মেখলা বলেছিলেন, ''আমি প্লেব্যাক করছি টুকটাক, সিনেমায়, সিরিয়ালে। এছাড়া আমার জীবনের যেটা উদ্দেশ্য ছিল… বলে না যে জীবনের পারপাস, সেটা আমি খুঁজে পেয়েছি। আমি নিজে সুর দিই, গান বানাতে ভালোবাসি। আমি আমার নিজের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছি, আমার নিজের গান।''
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন