গান-বাজনা দিন মজুরের সুরে মুগ্ধ শঙ্কর মহাদেবন, একসঙ্গে গান গাওয়ার ইচ্ছে প্রকাশ গোপী সুন্দরের সাধারণের মধ্যেই লুকিয়ে অসাধারণ প্রতিভা। গাছের ছায়ায় বসে দিব্য গেয়ে চলেছেন এক ব্যক্তি, কোনও বাদ্যযন্ত্র নেই, নেই কোনও অতিরিক্ত আড়ম্বর। সাজ পোশাকও অতি সাধারণ, তবে গলার স্বরকে মোটেও সাধারণের তালিকায় ফেলা যায় না। July 7, 2018 18:43 IST