New Update
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। কলকাতা হাওড়াতেও পড়ল প্রভাব। শুক্রবার বেলা ১১টা বেজে ৫০ মিনিট নাগাদ জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ মায়ানমারে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭। গোটা দেশেই অনুভূত হয়েছে কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে ভারত-সহ প্রতিবেশী দেশগুলিতেও। ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইংয়ের কাছে। কম্পন অনুভূত হয়েছে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও। মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতা, হাওড়াতে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা সামনে আসেনি।