Myanmar Earthquake: ভয়াবহ ভূমিকম্পের জেরে ঐতিহাসিক মান্দালয় ভবন যেন ধ্বংসস্তুপ

Myanmar Earthquake: একই দিনে একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমার। শুক্রবার প্রতিবেশী সেই দেশে সবচেয়ে জোরালো ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। আর তার জেরেই প্রায় দুমড়েমুচড়ে গিয়েছে দেশের বড় অংশ।

Myanmar Earthquake: একই দিনে একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমার। শুক্রবার প্রতিবেশী সেই দেশে সবচেয়ে জোরালো ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। আর তার জেরেই প্রায় দুমড়েমুচড়ে গিয়েছে দেশের বড় অংশ।

author-image
IE Bangla Web Desk
New Update

একই দিনে একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমার। শুক্রবার প্রতিবেশী সেই দেশে সবচেয়ে জোরালো ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। আর তার জেরেই প্রায় দুমড়েমুচড়ে গিয়েছে দেশের বড় অংশ। সময়ের সাথে বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। প্রশাসন জানাচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন সেনা-সরকারের প্রধান মিন আং হলাইং। ভূমিকম্পের আফটারশকের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মায়ানমারের বিস্তৃত এলাকার বাড়িঘর, স্মৃতিসৌধ, এমনকি, মসজিদও। উপড়ে গিয়েছে শয়ে শয়ে গাছ। ফাটল ধরেছে রাস্তায়, সেতুতে। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার। ঐতিহাসিক মান্দালয় ভবন, ক্লক টাওয়ার সবই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

Thailand earthquake myanmar