Myanmar Earthquake: অলৌকিক কাণ্ড মায়ানমারে! ধ্বংসস্তুপের নিচ থেকে ৬৫ ঘণ্টা পর উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলা

Myanmar Earthquake: মায়ানমারের মান্দালায়ে ৭.৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের ৬৫ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিনা উদ্ধারকারী দল।

Myanmar Earthquake: মায়ানমারের মান্দালায়ে ৭.৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের ৬৫ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিনা উদ্ধারকারী দল।

author-image
IE Bangla Web Desk
New Update

মায়ানমারের মান্দালায়ে ৭.৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের ৬৫ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিনা উদ্ধারকারী দল। স্কাই ভিলা কনডমিনিয়াম থেকে উদ্ধার করা হয়েছে মহিলাটিকে। তাঁর অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। এটি চিনা দলের তৃতীয় সফল উদ্ধার অভিযান। রবিবার রাতে ঘটনাস্থলে পৌঁছায়। ভূমিকম্পে এখন পর্যন্ত ১,৭০০ জন নিহত, ৩,৪০০ জন আহত এবং ৩০০ জন নিখোঁজ রয়েছেন। চিন আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধার দল (CISAR), ১১৮ সদস্য বিশেষ সরঞ্জাম-সহ, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

earthquake myanmar