New Update
শুক্রবার দুপুরে মায়ানমার ও থাইল্যান্ডে ভয়ঙ্কর ভূমিকম্পে তছনছ হয়ে যায় গোটা দেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পের কেন্দ্র ছিল মায়ানমারের মান্দালয় শহরের কাছে, যেখানে প্রায় ১৫ লক্ষ মানুষের বাস। শক্তিশালী এই ভূমিকম্পে শুধু মায়ানমার নয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক-সহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয় বাংলাদেশ, চিন এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও। প্রাণহানির পাশাপাশি ভূমিকম্পে বহু ভবন, সেতু ও একটি মঠ ধ্বংস হয়েছে। একাধিক আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পের যে বিশেষ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে যা দেখলে রীতিমতো আঁতকে উঠবেন অনেকে।