বৃহস্পতিবার, আজ সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী পালিত হয় দেশজুড়ে ৷ নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি শ্রদ্ধা জানান ৷ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এর পাশাপাশি কলকাতায় নেতাজির বাসভবনে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে রাজ্যপাল দেখা করেন এবং নেতাজির মূর্তিতে পুষ্পস্তবক প্রদান করেন।