Advertisment

Kolkata Alipore Zoo: আলিপুর চিড়িয়াখানায় উলটপুরাণ, খাঁচাবন্দি মানুষ, প্রকৃতির কোলে খেলছে হরেক প্রজাতির পাখি

Kolkata Alipore Zoo: উলটপুরাণ এবার আলিপুর চিড়িয়াখানায়। খাঁচাবন্দি মানুষকে উঁকি দিয়ে দেখছে রঙ-বেরঙের হরেক প্রজাতির পাখি। দেড়শো বছরের ইতিহাসে এই প্রথম এমনই অভিনব উদ্যোগে প্রশংসা কুড়ালো চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

author-image
Sayan Sarkar
New Update

Kolkata Alipore Zoo: দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে এক অভিনব দৃশ্যের সাক্ষী আলিপুর চিড়িয়াখানা। প্রথমবারের মতো, মানুষেরা খাঁচায় বন্দি, আর রঙ-বেরঙের পাখিরা উঁকি দিয়ে দেখছে তাদের সকলকে । ১৫০ বছরের ইতিহাসে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের এমন উদ্যোগ রীতিমত প্রশংসা কুড়িয়েছে। আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, গ্রিন অ্যানাকোণ্ডা আনার বিষয়ে ইতিমধ্যে প্রস্তুতি চলছে। খুব তাড়াতাড়ি চিড়িয়াখানা আসতে চলছে একজোড়া গ্রিন অ্যানাকোন্ডা। আর তা নিঃসন্দেহেই দর্শকদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। 

animal kolkata news alipore zoo West Bengal kolkata
Advertisment