New Update
Kolkata Alipore Zoo: আলিপুর চিড়িয়াখানায় উলটপুরাণ, খাঁচাবন্দি মানুষ, প্রকৃতির কোলে খেলছে হরেক প্রজাতির পাখি
Kolkata Alipore Zoo: উলটপুরাণ এবার আলিপুর চিড়িয়াখানায়। খাঁচাবন্দি মানুষকে উঁকি দিয়ে দেখছে রঙ-বেরঙের হরেক প্রজাতির পাখি। দেড়শো বছরের ইতিহাসে এই প্রথম এমনই অভিনব উদ্যোগে প্রশংসা কুড়ালো চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
Advertisment