Behala Art Fest 2025: কলকাতার গলিতে মুক্ত শিল্পচর্চা বেহালা আর্ট ফেস্ট

Behala Art Fest 2025: বেহালায় শুরু হল বেহালা আর্ট ফেস্ট পঞ্চম এডিশন। আজ থেকে শুরু এই ফেস্ট চলবে আগামী তিন দিন।

Behala Art Fest 2025: বেহালায় শুরু হল বেহালা আর্ট ফেস্ট পঞ্চম এডিশন। আজ থেকে শুরু এই ফেস্ট চলবে আগামী তিন দিন।

author-image
Shashi Ghosh
New Update

বেহালায় শুরু হল বেহালা আর্ট ফেস্ট পঞ্চম এডিশন। শুক্রবার থেকে শুরু এই ফেস্ট চলবে আগামী তিন দিন। আঁকা থেকে ভাবনা, ছবি থেকে কাজ মুগ্ধ করবে দর্শকদের। প্রতিবছর বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ডের পরিত্যক্ত জায়গা হয়ে ওঠে প্রতিবাদের অঙ্গনবিশেষ। এই শিল্প উৎসবের একটা পোশাকি নাম বেহালা আর্ট ফেস্ট। দেশ-বিদেশের বিভিন্ন শিল্পীরা এই আর্ট ফেস্টে অংশগ্রহণ করেছেন।

West Bengal Behala West Bengal News Art Exhibition west bengal latest news