Advertisment

Indo-Bangla Border: ভারত-বাংলাদেশ সীমান্তে তুমুল অশান্তি, সংঘাতে BSF-BGB

Indo-Bangla Border: মালদার কালিয়াচকে বাংলাদেশ সীমান্তে BSF এবং BGB-র মধ্যে কাঁটাতার লাগানো নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। আলোচনায় জট কাটলেও বিষয়টি নিয়ে চর্চা থামেনি।

author-image
IE Bangla Web Desk
New Update

মালদার কালিয়াচকে বাংলাদেশ সীমান্তে BSF এবং BGB-র মধ্যে কাঁটাতার লাগানো নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। আলোচনায় জট কাটলেও বিষয়টি নিয়ে চর্চা থামেনি। এক্স হ্যান্ডলে কালিয়াচকের ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারী। ভিডিওতে দেখা যায় ভারতের দিকে সীমান্তে জড়ো হয়ে যান গ্রামবাসীরা। তাঁদেরই অনেকে 'ভারত মাতা কি জয়', 'বন্দে মাতরম' ধ্বনি তোলেন। কেউ কেউ 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়া শুরু করেন।

India Bangladesh Crisis Bangladesh BSF Bangladesh Violence
Advertisment