New Update
রাজ্যে যেসব অঞ্চলে এই জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে, তাদের মধ্যে অন্যতম চন্দননগর। একদা ফরাসিদের বাসস্থান বলে খ্যাত চন্দননগরে এই পুজো প্রবর্তন করেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। যিনি সেই সময় ছিলেন ফরাসি সরকারের দেওয়ান। চন্দননগরে এই পুজোর প্রবর্তন হলেও বর্তমানে তার বিস্তার হয়েছে মানকুন্ডু, ভদ্রেশ্বর, রিষড়াতেও। চন্দননগেরর পুজোয় এখনও ধরা পড়ে ছোট্ট ফ্রান্স। এই বাড়ির পুজোয় রয়েছে তারই নিদর্শন।
Advertisment
এদিন চনন্দনগরের ইতিহাস উঠে এল ক্যামেরায়।