New Update
Hindu Jagran Moncho Rally: বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কলকাতার রাজপথে। দুপুরে শিয়ালদহ থেকে মিছিল শুরু করে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত যায়। মিছিল থেকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি তোলেন। এর পাশাপাশি তাঁরা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে সচেষ্ট হতে হবে বাংলাদেশ সরকারকে।
Advertisment
বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সনাতনী সমাজের সদস্যরা। তার পর পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। একজন পুলিশকর্মী মাথা ফেটে আহত হন। পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ব্যারিকেডের নিচে চাপা পড়ে আহত কয়েকজন।