Bengali Circus: তিলোত্তমার বুকে ধুকতে থাকা দ্য গ্রেট শীতকালীন সার্কাস

Bengali Circus: এখন নিয়ম করে শীতকাল এলেও বদলে গিয়েছে অনেক কিছু। যেমনটা বদলেছে গড়ের মাঠে বইমেলা। নলেন গুড়ের মিষ্টি। ঠিক তেমনি সার্কাস।

Bengali Circus: এখন নিয়ম করে শীতকাল এলেও বদলে গিয়েছে অনেক কিছু। যেমনটা বদলেছে গড়ের মাঠে বইমেলা। নলেন গুড়ের মিষ্টি। ঠিক তেমনি সার্কাস।

author-image
Shashi Ghosh
New Update

একসময় বাঙালি অপেক্ষা করত, এই সার্কাসের জন্য। কিন্তু এখন জনপ্রিয় সার্কাস শো দেখার জন্য সারাবছর অপেক্ষা করে থাকা যুবক-যুবতীর দল আজ বৃদ্ধ হয়েছেন। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণের মধ্যে শীতকাল অন্যতম। মিঠে রোদ্দুর গায়ে লাগিয়ে ঘুরে বেড়ানো। ক্রিসমাসের কেক, পিকনিক, আর সার্কাস। যদিও এমনটাই জেনে এসেছে নয়ের দশক পর্যন্ত ছেলে মেয়েরা। কিন্তু এখন নিয়ম করে শীতকাল এলেও বদলে গিয়েছে অনেক কিছু। যেমনটা বদলেছে গড়ের মাঠে বইমেলা। নলেন গুড়ের মিষ্টি। ঠিক তেমনি সার্কাস। 

West Bengal